✔ গর্ভবতী মা যেন আরামে ঘুমাতে পারে তার জন্য প্রেগন্যান্সি বালিশ খুবই উপকারী।
✔ প্রেগন্যান্সি বালিশ হল এমন একটি বালিশ যা গর্ভাবস্থায় শরীরের কাঠামো অনুযায়ী নকশা করা এবং বিভিন্ন ঘুমের অবস্থানের জন্য সহায়তা করে থাকে।
✔ সাধারণ বালিশের চেয়ে এটি বেশি দীর্ঘ এবং গর্ভাবস্থায় ঘুমকে বেশি আরামদায়ক করে তোলে।
✔ গর্ভাবস্থার পরবর্তী পর্যায়েও এটি উপকারী কারণ তখন পর্যন্ত মা স্বাভাবিক অবস্থাতে ঘুমাতে পারে না।